
বাংলাদেশের বিচার ইতিহাসে আজকের দিনটি এক নতুন মাইলফলক হিসেবে উল্লেখযোগ্য হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তার ভাষায়, এ রায়ে শহীদ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও প্রসিকিউশন- সকলেই ন্যায়বিচার পেয়েছে। দেশের মানুষ, সংবিধান, আইনের শাসন ও আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই এই রায়কে তিনি ‘যুগান্তকারী’ হিসেবে দেখছেন।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।