
মাদারীপুরের শিবচরে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। হত্যার পর ঘাতক ছেলে কিছু সময় বাবার মরদেহের পাশে বসে ছিলেন। এ সময় হত্যাকারী সিগারেট ধরিয়ে লাশের পাশেই বসে ছিল বলে জানা যায়। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
রোববার (৯ নভেম্বর) গভীর রাতে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরদিন সোমবার (১০ নভেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।
নিহতের নাম মতি মিয়া (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের উদ্দেশ্যে কয়েক দিন আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে শিবচরে একটি ভাড়া বাসায় উঠেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেল থেকেই মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়া (২৭)-এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক চলছিল। রাতে আনুমানিক ১টার দিকে ফারুক ঘুমন্ত অবস্থায় তার বাবার ওপর কোদাল দিয়ে হামলা চালান। ঘটনাস্থলেই মারা যান মতি মিয়া। হত্যার পর ফারুক নির্বিকারভাবে বাবার মরদেহের পাশে বসে সিগারেট ধরান, এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং ঘাতক ফারুককে আটক করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “হত্যায় ব্যবহৃত কোদালটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”