
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ওয়ানম্যান-ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত, আর প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।
পাহাড়ে চলমান উত্তাল পরিস্থিতি প্রসঙ্গে ড. আব্দুল মঈন খান বলেন, পাহাড়ে বা সমতলে কোনো মানুষে-মানুষে ভেদাভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের মধ্যে কোনো ভেদাভেদ বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা ন্যায় ও সততার ওপর ভিত্তি করে একটি সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করি।
এর আগে তিনি দুর্গাপূজা মণ্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি শংকর কুমার, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, ব্যবসায়ী মাসুদুজ্জামান ও আবু জাফর আহমেদ বাবুল প্রমুখ।