
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে চর দখলকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে গোলাগুলি সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে সামছুদ্দিন ওরপে কোপা সামছু গ্রুপের সামছুদ্দিন, তার ছেলে মোবারক হোসেন, জুম্মা ডাকাত এবং আলা উদ্দিন গ্রুপের নেতা আলা উদ্দিন নিহত হয়েছেন। আহতদের মধ্যে উভয়পক্ষের অন্তত ১০ জন রয়েছেন।
নিহত আলা উদ্দিনের মরদেহ বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।