
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্যটি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত ও অপশাসনের কারণে দুর্দশায় রয়েছে। রাজ্যের জনগণ এখন উন্নয়নের আশায় বিজেপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফরের আগে নিজের সরকারি এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি এসব কথা বলেন। এদিন তিনি পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল সংলগ্ন শিল্পনগরী দুর্গাপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রধানমন্ত্রী তার পোস্টে বলেন, “তৃণমূলের দুঃশাসনে পশ্চিমবঙ্গের মানুষ কষ্ট পাচ্ছে। তারা এখন উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিজেপির দিকেই তাকিয়ে আছে। আমি শুক্রবার দুর্গাপুরে বিজেপির এক জনসভায় অংশ নেব, সবার উপস্থিতি কামনা করছি।”
তিনি আরও জানান, তার এই সফর শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তিনি জানান, সফরের সময় তিনি প্রায় ৫ হাজার কোটি রুপির কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মোদি লেখেন, “১৮ জুলাই দুর্গাপুরে এক সরকারি অনুষ্ঠানে অংশ নেব, যেখানে তেল ও গ্যাস, বিদ্যুৎ, রেল ও সড়ক অবকাঠামো উন্নয়ন– এসব খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করব। পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের পথ সুগম করতেই আমাদের এই প্রচেষ্টা।”
বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান শক্ত করতে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি জনমত গড়ে তুলতে প্রধানমন্ত্রী মোদির এই সফর কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।