
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আওয়ামী লীগের সবাই দোষী নয়; যারা নিরপরাধ, তাদের যাচাই-বাছাই করে রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।”
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা-৫ আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নুর আরও বলেন, “আগামী নির্বাচন জনগণের ভবিষ্যত নির্ধারণ করবে। এটি গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্ট আওয়ালীগ ফিরে এলে আমরা কেউই নিরাপদ থাকব না। স্বৈরাচার পুনরায় কায়েম হলে দেশ আবার নড়কে পরিণত হবে। তাই নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রতিজ্ঞা করতে হবে।”
তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন, বিএনপি ও জামায়াতকে কোনো ধরনের সহিংসতায় জড়াতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে।