
গাজীপুর মহানগরীর পুবাইল আক্কাস মার্কেট এলাকায় রেললাইনে হাঁটতে গিয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পুলিশ এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনের এই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, পুবাইল রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক বিকেলে আক্কাস মার্কেট এলাকায় রেললাইনে হাঁটছিলেন। ঠিক তখন ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
ঢাকা জোনের রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে।