
মাদারীপুরে মধ্যরাতে হেলমেট ও মুখে মাস্ক পরে একাধিক স্থানে মশাল হাতে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা এ মিছিলটি করেছে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে প্রতিবাদ জানাতে।
সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী, কালিকাপুর এবং পেয়ারপুরসহ কয়েকটি এলাকায় এই কর্মসূচি সম্পন্ন হয়।
স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্রে জানা যায়, এ ঘটনায় ২ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছিলারচর ইউনিয়নের ছিলারচর এলাকার একটি সেতুর ওপর বেশ কয়েকজন মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তাদের হাতে ব্যানারও রাখা ছিল।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, "ঘটনাটির কথা আমরা জেনেছি। এ ব্যাপারটি নিয়ে যাচাইবাছাই শুরু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"