
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (গাপ) ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, “এই ধাপে আরও ১৫০ আসনে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ২০০ আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো। পরবর্তী ধাপে আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হবে।”
তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে তিনটি নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে না বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনী জোট বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, “ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনোটিই চূড়ান্ত হয়নি। জোট গঠিত হলে আলোচনা সাপেক্ষে প্রার্থী দেওয়া হবে।”
একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনে দলের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উচিত যথাযথ পরিবেশ তৈরি করা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ।