
সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, চলন্ত ট্রেন ও অবকাঠামোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে ঘটানো কিছু অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঘটনা বিবেচনায় নিয়ে রেললাইন, রেলসেতু, স্টেশন ও ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।
অফিস আদেশে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা এবং তা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রেল স্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রেল অবকাঠামো ও চলন্ত ট্রেনকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। তাই সকল স্তরে নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।