নতুন বাংলাদেশ’ গড়ার রূপরেখা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুনর্গঠন এবং র্যাব বিলুপ্তির অঙ্গীকার করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, জনগণের নিরাপত্তার বাহিনী হিসেবে কাজ করার লক্ষ্যে একটি জনবান্ধব আইনশৃঙ্খলা কাঠামো গড়ে তোলা হবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা র্যাব বিলুপ্ত করবো এবং গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে কিংবা মানবাধিকার লঙ্ঘনে ব্যবহারের পথ বন্ধ করতে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি করবো।
তিনি আরও জানান, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এমন ব্যবস্থা করা হবে, যাতে কোনো বাহিনী সাধারণ নাগরিককে ভয় দেখাতে না পারে বা ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে না পারে। পুলিশ ও অন্যান্য বাহিনীর বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠনের ঘোষণাও দেন তিনি।
ইশতেহারে বলা হয়, পেশাগত প্রয়োজন ছাড়া পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে সাদাপোশাকে থাকার সুযোগ থাকবে না। একইসঙ্গে সহিংস অপরাধ মোকাবিলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এনসিপি।
দলটি মনে করছে, এই সংস্কারের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধ হবে এবং নাগরিক অধিকার আরও সুসংহত হবে।