
আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একই সঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষামূলক কার্যক্রমও বেআইনি ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে।
নিষেধাজ্ঞার অংশ হিসেবে ইতোমধ্যে নারীদের লেখা প্রায় ১৪০টি বই সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া শরিয়াহ বিরোধী এবং তালেবানের নীতির পরিপন্থী হিসেবে মোট ৬৮০টি বই নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ১৮টি নারী বিষয়ক শিক্ষাবিষয়ের অনুমতিও বাতিল করা হয়েছে।
তালেবানের চার বছরের শাসনামলে আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে। সম্প্রতি, দেশজুড়ে অন্তত ১০ প্রদেশে অনৈতিকতা রোধের নাম করে ওয়াইফাই সেবাও নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন।