
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম এবার সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ এনেছেন। তিন দিন আগে কালের কণ্ঠ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলে তার বঞ্চনা, সিন্ডিকেট ও অবহেলার নানা দিক তুলে ধরেছিলেন তিনি। সেই অভিযোগের ধারাবাহিকতায় নতুন করে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এই ক্রিকেটার।
ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জাহানারা বলেন, “উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে এলেন, আমার কাঁধে হাত রেখে বলতেছেন, তর পিরিয়ডের কত দিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকব চলে আসিস।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা হাত মেলান, তখন মঞ্জুরুল ইসলাম নাকি তার সঙ্গে হাত না মিলিয়ে বারবার জড়িয়ে ধরতেন। জাহানারার ভাষায়, “বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বারবার অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন এই অভিজ্ঞ পেসার। তার ভাষায়, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের প্রধান) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তা-ই।”
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জাহানারা আলমের এসব অভিযোগ নারী ক্রিকেটের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।