
নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ পরিচয়ে আতিকুল নামে এক বিকাশকর্মীকে অপহরণ করা হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার নটাবাড়িয়া এলাকায়, সকাল ১০টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুলের মোটরসাইকেল ছিনতাই করতে গেলে স্থানীয়রা অপহরণকারীর একজনকে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। আটক ব্যক্তির নাম সালেহ আহমেদ, তিনি কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আতিকুল বনপাড়া বিকাশ অফিস থেকে মৌখারা বাজারের উদ্দেশ্যে রওনা হলে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি সাদা রঙের গাড়ি থেকে নেমে তার পথরোধ করে। তারা পুলিশ পরিচয় দিয়ে আতিকুলকে আটক করে।
আতিকুলের সহকর্মীরা তার আটকের কারণ জানতে চাইলে অপহরণকারীরা তাকে ধাক্কা দিয়ে থানা যাওয়ার নির্দেশ দেন। এসময় আতিকুলের মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন এবং থানায় খবর দেন। বড়াইগ্রাম থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, “অপহরণকারীদের একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”