
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম, তার স্ত্রী নাসরিন আক্তার, ছেলে আবু হুরায়রা, যাত্রী শফিকুল ইসলাম এবং অটোরিকশা চালক মেহেদী। জানা গেছে, জাহিদুল পরিবার নিয়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব গ্রামের নোমান হোম টেক্সটাইল মিলে চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি অটোরিকশা মাওনা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন বাবা ও তার সন্তান মারা যান।
গুরুতর আহত জাহিদুলের স্ত্রীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, অপর যাত্রী শফিকুলকে মাওনা চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে এবং চালক মেহেদীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।