
বহুল আলোচিত দুর্নীতির অভিযোগে এবার আইনের জালে জেমকন গ্রুপের দুই শীর্ষ কর্মকর্তা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আনিস আহমেদ এবং পরিচালক ও তার ভাই কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার, ১৫ সেপ্টেম্বর সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন।
তিনি জানান, কাজী আনিসের বিরুদ্ধে প্রায় ৮০ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি, কাজী ইনাম আহমেদের বিরুদ্ধেও পৃথক একটি মামলা করা হবে, যেখানে তার বিরুদ্ধে প্রায় ৩২ কোটি ৬৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হচ্ছে।
দুদকের অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, ২০০২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ অক্টোবর পর্যন্ত সময়কালে কাজী আনিস আহমেদের নামে থাকা ২০টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪০ কোটি ৬৯ লাখ টাকা জমা হয়েছে এবং ওই সময়েই ৩৮ কোটি ৪৫ লাখ টাকা উত্তোলন করা হয়। তদন্তে আরও জানা গেছে, এই লেনদেনের মধ্যে প্রায় ৭৯ কোটি ১৪ লাখ টাকার কার্যক্রম সন্দেহজনক বলে মনে করছে সংস্থাটি।
একই সময়ে কাজী ইনাম আহমেদের নামে থাকা ১৪টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ৩৭ কোটি ৯২ লাখ টাকা এবং উত্তোলন করা হয় ৩৬ কোটি ৮৬ লাখ টাকা। এতে মোট ৭৪ কোটি ৭৮ লাখ টাকার আর্থিক লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সকল প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই মামলাগুলো আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে।