
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদকে মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এই আসনে নির্ধারিত সময়ে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের দিনে নির্বাচন কমিশনের শর্ত পূরণ না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আশামনির মনোনয়ন বাতিল এবং জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়ন স্থগিত হয়ে যায়।
রোববার নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।