
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর জল্পনার অবসান ঘটাল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে আর কোনো সুযোগ দেওয়া হবে না।
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই বলে স্পষ্ট করে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। মনোনয়নপত্র জমার সময় বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ‘না। সময় বাড়ছে না।’
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবারই। বিকেল পাঁচটা পর্যন্ত দেশের সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
দিনভর মোট কতটি মনোনয়নপত্র জমা পড়েছে, সে বিষয়ে জানতে চাইলে ইসি সচিব জানান, পুরো তথ্য একত্র করা শেষে রাত ১০টার দিকে এ সংক্রান্ত বিস্তারিত জানানো সম্ভব হবে।