
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করেছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে একই দিন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেন। আজমল হোসেন জানান, মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল, যা প্রার্থীর পক্ষ থেকে যথাযথভাবে দেওয়া হয়েছিল। কিন্তু যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে দুজন ঢাকা-৯ আসনের ভোটার নয়। নির্বাচনী বিধি অনুযায়ী, এর ফলে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপিলের সুযোগ এখনও তার রয়েছে।
তাসনিম জারা এই সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবে দেখছেন। তিনি বলেন, “মনোনয়নপত্র গৃহীত না করার কারণ হিসেবে কমিশন উল্লেখ করেছে যে ১০ জন প্রস্তাবকের মধ্যে ২ জন ঢাকা-৯-এর ভোটার নন। কিন্তু এই দুজনই বিষয়টি জানতেন না এবং তাদের তথ্য যাচাই করার কোনো প্রক্রিয়া কমিশনের কাছে নেই।”
তিনি আরও ব্যাখ্যা করেন, “একজন প্রস্তাবকের বাসা খিলগাঁওয়ে, যেখানে ঢাকা-৯ ও ঢাকা-১১ আসন পড়ে। তিনি স্বাভাবিকভাবেই ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে স্বাক্ষর দিয়েছেন। অন্যজনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি ঢাকা-৯-এর ভোটার। তবে কয়েক বছর আগে তিনি শরীয়তপুরে ঠিকানা সংশোধনের জন্য আবেদন করেছিলেন। বর্তমানে অনলাইন ডেটাবেজে তার ঠিকানা আপডেট না হওয়ায় ভোটার হিসেবে ধরা হয়েছে শরীয়তপুর।”
তাসনিম জারা উল্লেখ করেন, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর আগে তিনি ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র দেড় দিনে তিনি পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে ২৯ ডিসেম্বর শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন।
তাসনিম জারা বলেন, “আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি এবং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছি। আশা করি নির্বাচনী অধিকার নিশ্চিত হবে।”