
রাজনীতিতে শুধুমাত্র দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা গডফাদাররা স্থান পায়; এমন ধারণা ভাঙার সংকল্প জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। তিনি বলেন, “মানুষের মধ্যে যে ধারণা আছে রাজনীতি শুধু খারাপ মানুষ করে। ভালো মানুষের জায়গা রাজনীতিতে নাই। যারা এলাকার গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ ওনারাই এমপি হয়, ওনারাই নেতা হয়। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না। ওনারা কখনো এমপি হতে পারেন না। এই ধারণাটা আমরা ভাঙবো।”
রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. তাসনিম জারা বলেন, যারা সত্যিকার অর্থে যোগ্য, সৎ এবং জনগণের জন্য কাজ করতে সক্ষম, তাদেরকে এনসিপি থেকে সংসদে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এজন্য পার্টি ইতোমধ্যেই মনোনয়ন আবেদন ফরম উন্মুক্ত করেছে এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, “আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা একটি নতুন ধারা শুরু করেছি। আমাদের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আমরা মনোনয়ন প্রক্রিয়া উন্মুক্ত করে দিয়েছি। সারা বাংলাদেশ থেকে যে কেউ আমাদের মনোনয়ন আবেদন ফর্ম তুলতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিটা শুধু কিছু মানুষ, কিছু গোষ্ঠী বা কিছু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।”
এনসিপির এই নেতা জানান, গত দুই সপ্তাহে বিপুল উৎসাহের মধ্যে বিভিন্ন পেশার মানুষ আবেদন ফরম সংগ্রহ করেছেন। আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা; এমন অনেকেই যারা আগে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাবেননি, এবার তারা অংশগ্রহণ করছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে মানুষ যুক্ত হয়েছে এবং উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে মনোনয়ন প্রত্যাশীদের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
ডা. তাসনিম জারা আরও বলেন, “আমরা নতুন ধারা যুক্ত করতে চাই, রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এমন মানুষকে রাজনীতিতে আনা যারা সত্যিকারের জবাবদিহিতার রাজনীতি করবেন। পুরোনো রাজনীতি নয়। আমরা সেই প্রক্রিয়ায় আছি এবং আশা করি পুরো বাংলাদেশ আমাদের সঙ্গে থাকবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।