
কুমিল্লার লাকসামে এক তরুণকে হত্যা করে রেললাইনে ফেলে দেওয়ার অভিযোগে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালেই লাকসাম পৌরশহরের গন্ডামারা এলাকার জবাইখানাসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে তরুণটির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত তরুণের নাম মইন উদ্দিন অন্তর (১৮)। তিনি লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর (পশ্চিমপাড়া) গ্রামের নুরুন্নবীর ছেলে।
লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ওসি জসিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অন্তরের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সোমবার রাতে অন্য কোনো স্থানে তাকে হত্যা করা হয়েছিল এবং পরে মরদেহ রেললাইনে ফেলা হয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিহতের মা মরিয়ম বেগম জানান, তার স্বামী তাদের ছেড়ে চলে যাওয়ার পর তিনি দুই সন্তান লালন-পালন করেছেন। পরে দ্বিতীয় বিয়ে করেন এবং সেখানে তার একটি ছয় বছর বয়সী সন্তান রয়েছে। কয়েক বছর আগে তার স্বামীও মারা যান। বড় হওয়ার পর অন্তর বাইরে বেশি সময় কাটাত এবং জীবিকার জন্য অন্যান্য যুবকদের সঙ্গে বিভিন্ন স্থানে স্ক্রাব সংগ্রহ করে বিক্রি করত।
মরদেহ রেললাইনের পাশে পড়ে খবরে ঘটনাস্থলে গিয়ে তিনি নিশ্চিত করেন যে, নিহত ব্যক্তি তার ছেলে। মরিয়ম বেগম তার ছেলের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছেন।