
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ সদস্যের এই দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসে এবং প্রায় দেড় ঘণ্টা পর বিকেল ২টার দিকে সেখান থেকে বেরিয়ে যান।
তবে বৈঠক শেষে সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়েই বঙ্গভবন ত্যাগ করেন ইসির সদস্যরা। সকাল ১১টা থেকে গণমাধ্যমকর্মীরা সামনে অপেক্ষা করলেও তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করাই ইসির নিয়ম। এরপরই প্রধান নির্বাচন কমিশনার বিটিভি ও বেতারের ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন।
এদিন বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করারও কথা রয়েছে।
এদিকে সকাল থেকেই আগারগাঁও নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।