
শীতের আমেজ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে রাজধানী ঢাকায়। শনিবার ১৫ নভেম্বর ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামে ১৮ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীবাসীকে শীতের আগমনী বার্তা আরও তীব্রভাবে অনুভব করিয়েছে। শেষ রাত থেকেই হালকা ঠান্ডার সঙ্গে কুয়াশার আভাস মিলেছে শহরের বিভিন্ন এলাকায়।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের বেশির ভাগ সময় আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানানো হয়। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, শুক্রবার রাতে প্রকাশিত জাতীয় পূর্বাভাসে বলা হয়, সারাদেশেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। একই সময়ে কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়।