
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী নাবিলা তাসনিদকে ধামরাই উপজেলা এনসিপির স্থানীয় নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। স্থানীয়দের অভিযোগ, তার আগে কোনো পরিচিতি বা রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা এবং স্থানীয়দের সঙ্গে সম্পর্ক না রাখা তাকে এলাকায় অবাঞ্ছিত করে তুলেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ধামরাই উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইস্রাফিল হোসেন খোকন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি প্রথম পর্যায়ে ধামরাইসহ ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করলে তারা ঢাকা-২০ আসনের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ–এর নাম জানতে পারেন।
খোকন বলেন, “ঘোষণার আগ পর্যন্ত ধামরাই উপজেলার জাতীয় নাগরিক পার্টি ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং ’২৪-এর আন্দোলনেও তার ভূমিকা ছিল না। প্রার্থী ঘোষণার পর আমরা জানতে পারি, নাবিলার পেছনে রয়েছে পলাতক ফ্যাসিস্টদের একটি শক্তিশালী চক্র।”
তিনি আরও অভিযোগ করেন, নাবিলা তাসনিদ চৌহাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আইয়ুব আলীর ভাতিজি এবং বাংলাদেশের বিরুদ্ধে জুলাই বিপ্লব ধ্বংসের ষড়যন্ত্রে তার প্রার্থী করা হয়েছে। খোকন বলেন, “তিনি ধামরাইয়ের রাজনীতির সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না। মনোনয়ন পাওয়ার পর এখন পর্যন্ত তিনি স্থানীয় সংগঠন বা সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের উপেক্ষা করে এমন প্রার্থী চাপিয়ে দেওয়া আমরা মেনে নেব না।”
তিনি আরও জানান, প্রার্থীর মনোনয়নের পর ধামরাই উপজেলা এনসিপির প্রধান ও যুগ্ম সমন্বয়কারীরা জেলা ও কেন্দ্রীয় কমিটিকে আপত্তি জানিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটি তৃণমূলের নেতাদের মতামত উপেক্ষা করে নাবিলা তাসনিদকে প্রার্থী হিসেবে বহাল রেখেছে। খোকন বলেন, “তিনি নিজে ধামরাইয়ের কোনো নেতার সঙ্গে আলোচনা না করে অনলাইনে ও নিজের বাসা থেকে প্রচারণা চালাচ্ছেন। এই অবস্থায় আমরা তাকে ধামরাই উপজেলার এনসিপির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জল ইসলাম, সমন্বয়কারী সদস্য আশিকুর রহমানসহ উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ বিষয়ে নাবিলা তাসনিদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন ইঞ্জিনিয়ার সুমন, যিনি নিজেকে প্রার্থীর ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে পরিচয় দেন। তিনি জানান, “আমরা এই বিষয় নিয়ে এখন কিছু ভাবছি না। পরে এ বিষয়ে কথা বলা হবে।”