রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সুনির্দিষ্ট সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঢাকা কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, গত দুই দিনে তাদের কলেজের শিক্ষার্থী আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দ্বারা হামলার শিকার হয়েছেন।
তিনি জানান, এরই জেরে আজ বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে অগ্রসর হলে সায়েন্সল্যাব এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল ছোড়ার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা লক্ষ্য করা যায়।
সংঘর্ষের সময় রাজধানীর মিরপুর রোডের নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব অংশজুড়ে উত্তেজনা বিরাজ করে এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
তাছাড়া এর আগেও নানা কারণে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় যানজট সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষেরও চরম ভোগান্তিতে পড়তে হয়।এ সমস্যা সমাধানে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সে সময় তারা আর মারামারিতে জড়াবে না বলে অঙ্গীকার করলেও এক মাস না পেরোতেই আবারও দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে সংঘর্ষে লিপ্ত হয়।