
কৃষ্ণসাগর থেকে তুরস্কের দিকে এগিয়ে আসা একটি অনিয়ন্ত্রিত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে, খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণসাগর অঞ্চলের দিক থেকে তুর্কি আকাশসীমার দিকে আগত ড্রোনটি শনাক্ত হওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করতে তা ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি নিয়ন্ত্রণহীন হওয়ায় কোনো ঝুঁকি এড়াতে সেটিকে একটি নিরাপদ স্থানে ধ্বংস করা হয়। তবে তুরস্ক ড্রোনটির ধরন বা উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি।
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে কৃষ্ণসাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল তুরস্ক। একই সময়ে রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের একাধিক বন্দর ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে তুরস্কের মালিকানাধীন তিনটি কার্গো জাহাজও ক্ষতির মুখে পড়ে। যুদ্ধরত পক্ষগুলোকে তুরস্ক এই পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটি শনাক্ত হওয়ার পর তুরস্কের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবাহিনী এবং ন্যাটো’র এফ–১৬ যুদ্ধবিমানগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়। ড্রোনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন বলে নিশ্চিত হওয়ার পরই সেটি ভূপাতিত করা হয়।
গত কয়েক সপ্তাহে কৃষ্ণসাগরে রাশিয়ার তেল রপ্তানির উদ্দেশ্যে ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তেজনা তীব্র হয়েছে। এরপর ইউক্রেনের বিভিন্ন বন্দরে পাল্টা হামলা চালায় রাশিয়া, যা কিয়েভের কাছে সমুদ্রপথে বিচ্ছিন্ন করার হুমকি হিসেবে দেখা হয়েছে।
সূত্র: রয়টার্স