ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শাহবাগ এলাকায় আন্দোলনের মধ্যেই ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এতে ভবনের ভেতরে আটকে পড়েন একাধিক সংবাদকর্মী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় ভবনের ভেতরে ধোঁয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
ভবনের ভেতরে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন,
“আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।”
ডেইলি স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, অগ্নিসংযোগের পর ভবনের ভেতরে থাকা অনেকেই আটকা পড়েন। নিরাপত্তার জন্য সবাই ছাদে উঠে আশ্রয় নেন।
এর আগেই, রাত ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে অবস্থিত দৈনিক পত্রিকার প্রধান কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।











