
খুলনার ডুমুরিয়া থানায় আটক আওয়ামী লীগ নেতা সুকৃতি মণ্ডলকে মুক্ত করার উদ্দেশে বিএনপির শতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হলে আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আটক ব্যক্তি সুকৃতি মণ্ডল, যিনি উপজেলার মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয়দের বরাতে জানা যায়, তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির স্থানীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় ভিড় করেন। তারা তাকে ছাড়ানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন।
সুকৃতির বিরুদ্ধে চাঁদাবাজি, নদী-খাল দখল ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করার মতো একাধিক অভিযোগ রয়েছে।
মাগুরখালী ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, “২০২৪ সালের জানুয়ারি মাসে মাগুরখালী গ্রামে লুটপাট ও ভাঙচুরের একটি মামলায় মঙ্গলবার রাতে সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তার করে থানায় পাঠানো হয়। তাকে ছেড়ে দেওয়ার জন্য ডুমুরিয়ার একাধিক বিএনপির নেতার ফোন পেয়েছি। এসময় থানা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন জানান, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুকৃতি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চলাফেরা করছেন এবং বিএনপির হয়ে কাজ করছিলেন। এজন্য তাকে থানায় মুক্ত করার চেষ্টা করা হয়েছিল। বিএনপির হয়ে কাজ করা সত্য, যদিও সম্ভবত তিনি আওয়ামী লীগে পদ ছাড়েননি। তবুও জাতীয় সংসদ নির্বাচনের কাজে তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।”
ডুমুরিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, “সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।”