
রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন স্বেচ্ছায় অপসারণের আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এগুলো না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) ডিএনসিসির সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শহরের বিভিন্ন এলাকায় এসব অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যরা মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করবেন।
ডিএনসিসি স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরানো না হলে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে সেগুলো অপসারণ করবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।