
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতা বৃদ্ধি পায়।
র্যাব-১২ সোমবার বিকালে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইজন সন্দেহভাজন যুবককে আটক করেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন—সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহিদের ছেলে সাহা (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাতের মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে, সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।”
ঘটনার সূত্রপাত ঘটে শুক্রবার (৩ অক্টোবর) রাতে। ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে দেশীয় অস্ত্রধারী ডাকাত দল লুটপাট চালায়। ঘটনাস্থলে থাকা এক ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এ ঘটনায় ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানার এএসআই রমজান আলী মামলা দায়ের করেন।
ওসি মো. আসাদুজ্জামান জানান, “ঘটনার তিন দিন পর ভুক্তভোগীদের শনাক্ত করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য। জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্ব চরপাকেরদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম তার ছেলেমেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রংপুর থেকে ফেরার পথে ঝাঐল ওভারব্রিজ এলাকায় ডাকাতির শিকার হন। ডাকাতদের হামলায় জাহিদুল ইসলাম ও তার মেয়ে জান্নাতুল গুরুতর আহত হন।”