
মাদারীপুর জেলার শিবচরে ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২১ নভেম্বর রাতে উপজেলার যাদুয়ারচর এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে সলেমান নামের এক ব্যক্তির মাইক্রোবাস ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। মাইক্রোবাসচালক মো. সলেমান ঢাকা থেকে গাড়ি মেরামত করে বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে যাদুয়ারচর এলাকায় আরেকটি গাড়ি দিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে ১০-১২ জনের একটি দল খেলনা পিস্তল ও ওয়াকিটকি দেখিয়ে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়। পরে আসামি শনাক্তের কথা বলে সলেমানকে আটক করে চোখ ও হাত বেঁধে পাঁচ্চর এলাকায় নিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। মঙ্গলবার কুমিল্লা, সাভার ও কক্সবাজারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার, ভুয়া নম্বরপ্লেট এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন - গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন (৩৬), সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩০), নীলফামারীর ডোমার উপজেলার আদর্শগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন (২৩) এবং সাভারের কুরগাঁও এলাকার মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৪)।
সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার তাদের মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।