
ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পশুর ওষুধ উদ্ধার করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের ব্যবহৃত গাড়ি থেকে এসব ওষুধ পাওয়া যায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে ওই গাড়িতে করেই আসেন মৌসুমী আক্তার। সভা শেষে ফেরার সময় সংবাদকর্মীদের নজরে আসে গাড়িতে রাখা মেয়াদোত্তীর্ণ ওষুধ। সাংবাদিকরা ভিডিও ধারণ করতে চাইলে তিনি বাধা দেন।
ঘটনা জানাজানি হলে উপদেষ্টা ফরিদা আখতার তাৎক্ষণিকভাবে সব ওষুধ জব্দের নির্দেশ দেন এবং জেলা প্রশাসককে তদন্ত কমিটি গঠনের দায়িত্ব দেন।
এ সময় মৌসুমী আক্তার উপদেষ্টাকে জানান, “গাড়িতে এসব ওষুধ আছে তা আমি জানতাম না। চালকও বিষয়টি আমাকে বলেনি।”
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ সরকারি গাড়িতে বহন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো জব্দ করতে হবে এবং তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
জেলা প্রশাসক ইশরাত ফারজানার নেতৃত্বে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা। তারা জানান, উপদেষ্টার নির্দেশ অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।