
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় একটি মালবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কাছে জানা গেছে, ট্রাক এবং এর মধ্যে থাকা মালামালের বড় অংশ পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র ও গজারিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে ট্রাকে আগুন ধরে। ট্রাকটি পেপার মিলের ফোকার গাইড সরঞ্জাম পরিবহন করছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় অর্ধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, "ট্রাকে আগুনে কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।"
গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, "আগুনে কিছু কাগজ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি নাশকতার অংশ কিনা তা খতিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।