
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত দল ও এর অঙ্গসংগঠনের সদস্যরা ঝটিকা মিছিলের চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেল ৪টায় মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তালেবুর রহমান বলেন, “রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। বিস্তারিত পরে জানানো হবে।”