
খাগড়াছড়ি জেলা সদর ও গুইমারা এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভর বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক সহিংসতার তদন্তের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি ইতোমধ্যেই তথ্য সংগ্রহ শুরু করেছে। আগামী রোববার থেকে তারা সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করবে। এছাড়া খাগড়াছড়ি ও গুইমারার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীতে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
পরিদর্শনে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের উপজেলা এলাকা ও মহাজনপাড়াতে অবরোধ কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে স্বনির্ভর বাজারের বাঙালিদের ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল, যা বহু ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করেছিল।