
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গভীর রাতে এক বিশেষ সেনা অভিযানে বড় ধরনের মাদকদ্রব্য, নগদ অর্থ এবং বিস্ফোরক সামগ্রী ধরা পড়েছে। অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দেয়া হয়।
সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি বুনিয়া সোহেল তার বাসায় ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে চারটি অপারেশনাল পেট্রোল দল দ্রুত অভিযান শুরু করে। বুনিয়া সোহেল ওই বিল্ডিংয়ের পঞ্চম তলায় অবস্থান করছিল। সেনাদের উপস্থিতি টের পেয়ে সে পাশের ভবনের তৃতীয় তলার ছাদে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় সে সব অবৈধ সামগ্রী ফেলে যায়।
সেনাবাহিনী আরও জানায়, বুনিয়া সোহেলের ফেলে যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭টি প্রক্রিয়াধীন ককটেল বোমা, সামুরাই ধরনের ৪টি ধারালো তলোয়ার, ৪,১৩,৫০০ টাকা নগদ, ৪৯০ পিস ইয়াবা, ২,০৮০ প্যাকেট হেরোইন, ককটেল বোমা তৈরিতে ব্যবহৃত ৪ ধরনের স্প্লিন্টার এবং ৪০০ গ্রাম গানপাউডার।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, “জেনেভা ক্যাম্পের বিল্ডিংগুলো একে অপরের সঙ্গে লেগে থাকায় এবং এলাকাটি খুব সংকীর্ণ হওয়ায় মূল আসামিরা কয়েকটি বিল্ডিং টপকিয়ে পালিয়ে গেছে। তবে আমরা যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছি, তা দিয়ে সম্ভবত ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল। এসব আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ এবং বিস্ফোরক মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পলাতক বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।