
আওয়ামী লীগ সচেতনভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা দেশের বৃহত্তর স্বার্থে অটুট রাখতে হবে। ঐক্যে ফাটল ধরতে দিলে সুযোগসন্ধানীরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়াতে পারে বলে সতর্ক করেন তিনি।
সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়েও আশ্বস্ত করেন উপদেষ্টা। তিনি বলেন, এ কাজে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।