
জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়, অর্থাৎ নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালামের স্বাক্ষরিত পৃথক চিঠি এসবি ও ডিএমপিকে প্রেরণ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটে কিছু দুষ্কৃতিকারী নির্বাচন ভবনের সামনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর ভবনের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করেছে।
কমিশন জানিয়েছে, নির্বাচন ভবনের চারপাশে অফিস সময়ের পর এবং ছুটির দিনে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতিতে, ভবনের আশপাশের ব্যবসায়িক কার্যক্রম সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার পাশাপাশি পুলিশ টহল বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।