
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটি কমিয়ে সরকার তা ৭৯ দিন থেকে ৬০ দিনে নামানোর পরিকল্পনা করছে। এ পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা আরও বেশি দিন স্কুলে থাকবেন এবং পাঠ গ্রহণের সুযোগ পাবেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরায় আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান।
কর্মশালার আয়োজন করা হয়েছিল সাতক্ষীরা শহরের লেকভিউ রিসোর্টে। এতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কারিগরি সহযোগিতা প্রদান করেছে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় সমন্বয় করেছে। জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এতে অংশগ্রহণ করেন।
মহাপরিচালক বলেন, দেশে বছরে মাত্র ১৭৯ দিন স্কুল খোলা থাকে। শিক্ষার্থীদের পাঠদানের সময় বাড়াতে ছুটির ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে। আমাদের বছরে ছুটি ছিল ৭৯ দিন। তা কমিয়ে ৬০ দিনের মতো করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা আরও বেশি সময় স্কুলে থাকতে পারবে এবং পাঠ গ্রহণের সুযোগ পাবে।
প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, মৌলিক স্বাস্থ্যবিধি, করণীয়-বর্জনীয় বিষয় ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল। শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করবেন।