
খুলনার রূপসা ঘাট শাখার বাংলাদেশ কৃষি ব্যাংকে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে অজ্ঞাত চোরের দল ব্যাংকের দরজা ও ভল্টের তালা ভেঙে প্রায় ১৬ লাখ টাকা নিয়ে যায়। তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ব্যাংকটির শাখা অবস্থিত রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায়। স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা অবস্থায় দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর রাত ১০টার দিকে খবর পান ভল্ট ভেঙে টাকা চুরি হয়েছে। তিনি বলেন, “ভল্টে প্রায় ১৬ লাখ টাকার বেশি ছিল। তবে এখন পর্যন্ত মাত্র ১ হাজার ৪০০ টাকা উদ্ধার হয়েছে, বাকি টাকাই চুরি গেছে।”
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “চোরেরা একাধিক তালা ভেঙে ভেতরে ঢোকে এবং ভল্ট ভেঙে টাকা নিয়ে যায়। তবে ওই সময় সিকিউরিটি গার্ড উপস্থিত ছিল না, যদিও সব সময় ব্যাংকে নিরাপত্তা থাকার কথা।”