
জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদন সাক্ষ্য হিসেবে আসবে। এটি অকাট্য দলিল হিসেবে ব্যবহার করবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তার কার্যালয়ের তিনি এমন মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্তদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।
শুধু মৃত্যুদন্ডের বিধানটি ছাড়া গুম নিয়ে জাতিসংঘের সুপারিশ ট্রাইব্যুনাল আগেই বাস্তবায়ন করেছে বলে জানান তিনি।