
দেশের ইসলামি রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জোটবদ্ধ হওয়ার ধারা এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, দেশপ্রেমী ও মানবতাপ্রেমীরা জোটবদ্ধ হয়ে একটি বাক্সে যাওয়ার বিষয়টি এখন অনেকটাই কাছাকাছি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয় আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফ্যাসিবাদী ও তার দোসরদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে।
চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পরে বলেছিলাম, আমরা ইসলামি দলগুলো একটি বাক্সে যাওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ এটা অনেকটাই কাছাকাছি। এ রকম পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঁচ দফার দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো:
জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন
পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
গণহত্যার দৃশ্যমান বিচার
বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার নিশ্চিত করা
কর্মসূচির সময়সূচি অনুযায়ী:
১৮ সেপ্টেম্বর: ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল
১৯ সেপ্টেম্বর: বিভাগীয় শহরে বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর: জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল
চরমোনাই পীর জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই আন্দোলনের সঙ্গে আছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি বিষয়ে একমত হয়েছে। একই প্ল্যাটফর্মে আন্দোলনের সব কর্মসূচি হবে কি না তা সময় দেখাবে।
চরমোনাই পীর বলেন, আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও তার আইনি ভিত্তি চাই। জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন দেখতে চাই।