
ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় কোস্টগার্ড। একই সঙ্গে তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনা ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে।
পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বাংলাদেশিদের ভারতীয় কোস্টগার্ডের জাহাজে তুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জেরা করার সময় তারা দাবি করেছেন, তারা পেশায় মৎস্যজীবী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
জব্দকৃত ট্রলারটির নাম ‘মায়ের দোয়া’ এবং এটি ভারতীয় অংশের সুন্দরবনের ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচন্ডীপুরে। এছাড়া কয়েকজনের বাড়ি ফিরোজপুর ও জিয়ানগরে। বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।
এ ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে ঘটেছে; এর আগে সরকার পরিবর্তনের সময়ও ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় একটি ট্রলার আটক করা হয়েছিল। সেই সময় দীর্ঘদিন ধরে ভারতীয় মৎস্যজীবীদের আটক রাখা হয়েছিল।