
নওগাঁর মান্দা উপজেলায় র্যাব-৫ সদস্যরা এক মাদক কারবারিকে গ্রেফতার করে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল ও দেশীয় অস্ত্র জব্দ করেছেন। অভিযানে মোট ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আলম ইসলাম (৩২)। তিনি মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে।
র্যাব জানিয়েছে, রবিবার (১৭ আগস্ট) রাত আড়াইটার দিকে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে আলম ইসলামকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলম ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।