
সারাদেশে পুলিশের টানা বিশেষ অভিযানে এক দিনে গ্রেফতার হয়েছেন মোট ১,৬২৯ জন। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১,০১২ জন, আর অন্যান্য ঘটনায় আটক হয়েছেন ৬১৭ জন।
রবিবার (১৭ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে সারাদেশ থেকে মোট ১,৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১,০১২ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত।”
গ্রেফতারের পাশাপাশি অভিযান চলাকালে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এর মধ্যে রয়েছে—বিদেশি পিস্তল ৩টি, এয়ারগান ১টি, এলজি ৭টি, দেশীয় একনলা বন্দুক ১টি, রিভলবার সদৃশ বন্দুক ১টি, রিভলবার আকৃতির গান ২টি (যার একটি সিলভার রঙের), লিডবল কার্তুজ ২১টি, গুলি ১৭ রাউন্ড, কার্তুজ ৩টি, খালি ম্যাগাজিন ৩টি, ৪৪ ক্যালিবারের ফায়ার্ড কার্তুজ সদৃশ ৭টি, লোহার ছোরা ১টি, হাসুয়া ৩টি, ড্যাগার ৬টি, নাইট্রোজেন কার্টিজ ৯টি এবং বোমা তৈরির সরঞ্জামভর্তি ২টি বাক্স।