
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আটজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যায় গওহরডাঙ্গা এলাকার একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়তে যান শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) ও গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খান (১৮)। তখন গাছ থেকে ডাব কে পাড়বে তা নিয়ে তাদের মধ্যে তর্ক ও কথাকাটাকাটি হয়, যা দ্রুত মারামারিতে পরিণত হয়।
এই খবর দুই গ্রামে ছড়িয়ে পড়লে উভয় গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গার অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, “ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।”