
ঢাকার খিলগাঁও থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সালাউদ্দিন সুমন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে সালাউদ্দিন সুমন ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর নিহতের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ২০২৫ সালের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত চলাকালে পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ফিরোজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।