
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি ও বিশৃঙ্খলার জেরে গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। তবে অপরাধীদের গ্রেপ্তারে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসকের দপ্তরের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর ১৪৪ ধারা বা কারফিউ বলবৎ থাকবে না। পরিস্থিতির সার্বিক মূল্যায়ন করে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। একইসঙ্গে পূর্বের সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। দলটির অভিযোগ, আওয়ামী লীগ ও এর সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে কয়েকজন নিহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে প্রশাসন রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করে।
পরবর্তীতে দফায় দফায় কারফিউ ও ১৪৪ ধারার সময়সীমা বাড়ানো হয়। প্রথম দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। এরপর শুক্রবার দুপুর পর্যন্ত তা বাড়ানো হয়। মাঝে কিছু সময় কারফিউ শিথিল করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত পর্যন্ত ফের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
সবশেষ রোববার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখা হয়। পরে রাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় প্রশাসন কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী, এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।