
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় পুনরায় কারফিউ বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত নতুন করে ১০ ঘণ্টার কারফিউ কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল।
জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও চলমান পাবলিক পরীক্ষাগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, “শনিবার রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে এবং এরপর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। জনসাধারণকে অহেতুক বাইরে না বের হওয়ার অনুরোধ করা হয়েছে।