
উপদেষ্টা পরিষদ প্রাণি ও প্রাণিজাত পণ্য সংরক্ষণ অধ্যাদেশ-২০২৬-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে গৃহপালিত বা উপকারী পশুদের ‘প্রাণি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই অধ্যাদেশ অনুমোদন করা হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে। বৈঠকটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর দপ্তরে অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এই অধ্যাদেশের গুরুত্বপূর্ণ দিক হলো পশুকে ‘পশু’ বলে আখ্যায়িত করার ধারণা বাদ দেওয়া। এটি দৃষ্টিকটু ও অপ্রিয় শব্দ বলে সংশোধন আনা হয়েছে। পূর্বের আইন বাতিল করে নতুন আইনে ‘প্রাণি’ শব্দ যুক্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, “পূর্বের আইনে প্রাণিদের ওপর দায়মুক্তির প্রক্রিয়া থাকলেও, এই অধ্যাদেশে তা বাতিল করা হয়েছে।”
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী ফয়েজ আহমদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।